November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

কাল ভারতের বিরুদ্ধে নিজেদের ১০০০ তম টেস্ট খেলতে মাঠে নামবে ইংল্যান্ড!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক্রিকেট ইতিহাসে ১০০০ তম টেস্ট খেলতে বুধবার এজবাস্টনে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইংল্যান্ড। বিশ্বের একমাত্র দল হিসেবে এই নজির গড়তে চলেছে তাঁরা। এখনও পর্যন্ত মোট ৯৯৯ টেস্ট খেলেছে ইংল্যান্ড।

নতুন মাইলফলক ছোঁয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর দলটির জন্য বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেন, ক্রিকেট পরিবারের পক্ষ থেকে আমি ইংল্যান্ডকে শুভেচ্ছা জানাই। হাজারতম টেস্টটি খেলতে চলেছে তারা। প্রথম দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করতে চলেছে ইংল্যান্ড।

জেমস লিলিহোয়াইট (জুনিয়র) এর নেতৃত্বে ১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামে ইংল্যান্ড। ম্যাচটিতে ৪৫ রানে হেরে গিয়েছিল ইংলিশ বাহিনী। এখনও পর্যন্ত ইংল্যান্ড জিতেছে মোট ৩৫৭ টি ম্যাচে, হেরেছে ২৯৭ টিতে। ৩৪৫ টি টেস্ট ড্র হয়েছে। ইংল্যান্ডের জেতার শতকরা হার ৩৫.৭৩ শতাংশ। এদিকে, ইংল্যান্ড এবং ভারতের মধ্যে টেস্ট ক্রিকেট চলে আসছে ১৯৩২ সাল থেকে। নিজেদের মধ্যে মোট ১১৭টি টেস্ট খেলে ফেলেছে এই দুই দেশ। ১১৭ টি টেস্টের মধ্যে ৪৩টি টেস্ট জিতেছে ইংল্যান্ড। ২৫টি টেস্ট তারা হেরেছে ভারতের কাছে।

 

Related Posts

Leave a Reply