November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

ঋষি কাপুর ও তাপসী পান্নু অভিনীত ‘মুল্ক’-এর মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করলো আদালত!  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ঋষি কাপুর ও তাপসী পান্নু অভিনীত জুডিশিয়াল ড্রামা ‘মুল্ক’-এর মুক্তির ওপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ আরোপ করলো মুম্বাইয়ের একটি আদালত। বন্দনা পুনওয়ানি নামের এক মহিলার আবেদনের ওপর ভিত্তি করে আদালত এই স্থগিতাদেশ দেয়। আগামী ৩ আগস্ট ছবিটি মুক্তির কথা রয়েছে।

জানা গেছে, ছবিটির সাথে সম্পর্ক রয়েছে বেনারস মিডিয়া ওয়ার্কস লিমিটেড নামে একটি প্রডাকশন ও এন্টারটেইনমেন্ট এজেন্সির। ওই এজেন্সিটির কাছে এই মহিলার ভাড়া বাবদ বেশ কিছু টাকা পাওনা রয়েছে। এবং তিনি তা আদালতে প্রমাণ করেন। আর আদালত ওই প্রাপ্ত অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ‘মুল্ক’ ছবিটি মুক্তি না করার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, ‘মুল্ক’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বেনারস মিডিয়া ওয়ার্কস এবং সোহাম রকস্টার এন্টারটেইনমেন্ট।

জানা গেছে, ওই মহিলার দাবি করা অর্থের পরিমাণ ৫০ লাখ। এমাসের প্রথম দিকে তিনি আদালতের দ্বারস্থ হন। অতিরিক্ত সেশন জজ এম এইচ শেখ এই স্থগিতাদেশ প্রদান করেন। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২ আগস্ট।

 

Related Posts

Leave a Reply