November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

জীবনের সবচেয়ে লজ্জাজনক পরাজয়ের স্বাদ পেলেন সেরেনা উইলিয়ামস!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক্যারিয়ারের সবচেয়ে লজ্জাজনক পরাজয়ের তিক্ত স্বাদ পেলেন সেরেনা উইলিয়ামস। ডব্লিউটিএ সিলিকন ভ্যালি ক্ল্যাসিক টুর্ণামেন্টের প্রথম রাউন্ডে সেরেনা ৬-১, ৬-০ গেমে বৃটিশ ইয়োহানা কন্টার কাছে পরাজিত হয়ে বিদায় নিলেন।

বিশ্বের প্রাক্তন নাম্বার ওয়ান সেরেনা উইম্বলডনের পরে প্রথম কোনো টুর্নামেন্ট খেলতে কোর্টে নেমেছিলেন। ২০১৬ সালে সিলিকন ভ্যালি বিজয়ী কন্টার কাছে মাত্র ৫১ মিনিটে পরাজিত হয়েছেন উইম্বলডনের রানার্স-আপ সেরেনা। ডব্লিউটিএ প্রিমিয়ার টুর্ণামেন্টের ষষ্ঠ বাছাই কন্টা ক্যারিয়ারে তিনটি শিরোপা জিতেছেন। ২৫টি আনফোর্সড-এর বিপরীতে নয়টিতে বিজয়ী হয়েছেন সেরেনা। অন্যদিকে কন্টা টানা ১২টি গেমে জয়ী হন।

এর আগে, ১৯৯৮ সালে জনেটে ক্রুগার ও ২০১৪ সালের ডব্লিউটিএ ফাইনালে সিমোনা হালেপের কাছে পরাজিত ম্যাচগুলো সেরেনার ক্যারিয়ারের সবচেয়ে বাজে অধ্যায় ছিল। ওই ম্যাচগুলোতে তিনি মাত্র দুটি করে গেমে জয়ী হয়েছিলেন। ম্যাচ শেষে সেরেনা বলেছেন, ‘আমি মনে করি কন্টা দ্বিতীয় সেটে দারুণ খেলেছে। প্রথম সেটে আমি সবগুলো জায়গায় ভাল খেলিনি। সেখানেই সে আমার থেকে বেশী আত্মবিশ্বাসী হয়ে উঠে।’



 

Related Posts

Leave a Reply