কর ফাঁকির অভিযোগ ওঠার পর হঠাৎই নিখোঁজ চীনের নাম্বার ওয়ান নায়িকা ফ্যান বিংবিং!
কলকাতা টাইমসঃ
চীনের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের একজন ফ্যান বিংবিং। গত এক মাস ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনকি দেশ ছেড়ে যাওয়ার ওপর তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। তাকে ও তার ভাইয়ের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর প্রকাশ করেছে চীনা সংবাদমাধ্যম।
গত বছর বিশ্বের সর্বাধিক রোজগেরে চলচ্চিত্র তারকাদের তালিকায় নাম ওঠে ফ্যান বিংবিংয়ের। হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন ও এমা স্টোনের মতো তার আয়ের পরিমাণ ছিল ৩৩ মিলিয়ন পাউন্ড। চলতি বছরের মে মাসে চীনের বিখ্যাত টিভি উপস্থাপক চুই ইয়ংইউয়ান ফ্যানে বিংবিংয়ের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনেন। চীনা সরকারকে কর ফাঁকি দিতে তিনি গোপনে চুক্তি করেছেন বলেও অভিযোগ উঠেছে।
গত ১ জুলাইয়ের পর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ফ্যান বিংবিং -এর। চীনের সোশ্যাল মিডিয়া সিনা ওয়েইবু মাইক্রোব্লগে, ফ্যান বিংবিংয়ের ফলোয়ারের সংখ্যা ৬২ মিলিয়নেরও বেশি। ২৩ জুলাইয়ের পর থেকেই এখানেও অনুপস্থিত ফ্যান বিংবিং। এই নিয়ে তার ভক্তরা বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। তাকে আটক করা হয়েছে বলেও কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন। এই নিয়ে ফ্যান বিংবিংয়ের ঘনিষ্ট মহলের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।