November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বয়স্ক মা-বাবার দেখাশুনা না করলেই এবার বেতন কাটবে সরকার 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বয়স্ক মা-বাবার দেখাশুনা না করলেই কাটা যাবে বেতন। সরকারি কর্মীদের জন্য সম্প্রতি এমনই এক বিল পাস করলো আসাম বিধানসভা। চলতি বছরের ২ অক্টোবর থেকে কার্যকর হবে এই আইন।

আসাম সরকারের বক্তব্য, অনেক সন্তানরাই তাদের দায়িত্ব এড়িয়ে যান এবং মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। তাই সন্তানদের উপর নির্ভরশীল মা বাবাদের যত্ন না নিলেই এবার থেকে কাটা হবে ১০ শতাংশ বেতন। আর সেই মা-বাবার যদি একাধিক সন্তান সরকারি চাকরি করে তবে প্রত্যেকের বেতন থেকেই এই অর্থ কাটা হবে।

জানা গেছে, কর্তৃপক্ষ শাস্তির সিদ্ধান্ত নেওয়ার পর সন্তানদের বিষয়টি জানাবেন। এতে তিনি বা ওই বাবা-মা সন্তুষ্ট না হলে সরকারের মনোনীত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। আর তাতেও সন্তুষ্ট না হলে প্রণাম কমিশনের কাছে যাওয়ার সুযোগ রয়েছে উভয়েরই।

 

Related Posts

Leave a Reply