কানাডিয়ান রেডিও টেলিস্কোপে এক রহস্যজনক রেডিও সিগনাল ধরা পড়লো
কলকাতা টাইমসঃ
সৌরজগৎ নিয়ে মানুষের জল্পনার শেষ নেই। এই জগৎ সম্পর্কে অনেক ছবিই সোশ্যাল মিডিয়ায় ভিড় করে, যার আদতে কোনো ব্যাখ্যা না থাকলেও ভাইরাল হয়ে যায় যে কোনো সময়। এবার সেই রকমই একটি ছবি প্রকাশ্যে এলো। সঙ্গে করে নিয়ে এলো আনেক প্রশ্ন। কানাডিয়ান রেডিও টেলিস্কোপে এক রহস্যজনক রেডিও সিগনাল ধরা পড়লো।
ইউএসএ ডট কম এর রিপোর্ট অনুযায়ী, মনে করা হচ্ছে এই পৃথিবীর বাইরের কোনো অবস্থান থেকে এসেছে ওই সিগনাল। জানা গেছে, কয়েক মিলিসেকেন্ড স্থায়ী হয়েছিল সেই সিগনাল। এটি একটি ফাস্ট রেডিও বার্স্ট বলে উল্লেখ করা হচ্ছে। বছর দশেক আগে এই ধরনের রেডিও সিগনাল প্রথম ধরা পড়েছিল। কিন্তু এর উৎস কোথায়, তা এখনও স্পষ্টভাবে জানাতে পারেননি বিজ্ঞানীরা। তবে এই গ্যালাক্সির বাইরে থেকেই ওই সিগন্যাল এসেছে বলে অনুমান করা হচ্ছে।
এই রহস্যজনক রেডিও সিগনালের ফ্রিকুয়েন্সি 700 MHz. The Canadian Hydrogen Intensity Mapping Experiment-এর টেলিস্কোপে ধরা পড়েছে এই সিগন্যালটি। বিশেষজ্ঞরা বলছেন, হতে পারে এই সিগন্যাল কেনো নিউট্রন স্টার থেকে আসছে। কিংবা ব্ল্যাক হোলে কোনো বিস্ফোরণ বা এলিয়েনের উপস্থিতির সিগনালও হতে পারে এটি।