November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নির্বাচনের আগে জুনিয়ার ট্রাম্পের রাশিয়া যোগের কথা স্বীকার করে নিলেন ডোনাল্ড ট্রাম্প 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রাশিয়ান আইনজীবীর সঙ্গে ২০১৬ সালের জুনে ছেলের সাক্ষাতের খবর স্বীকার করে নিলেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, বিরোধী (হিলারি ক্লিনটন) সম্পর্কে তথ্য পেতে তার ছেলে ওই সাক্ষাৎ করেন। এই বিষয়টি অর্থাৎ বিরোধীদের সম্পর্কে গোপনে তথ্য জানাটা বৈধ ব্যাপার। রাজনীতিতে সবসময়ই এটা হয়ে আসছে।

ক্রেমলিনের এক আইনজীবী নাতালিয়া ভেসলনিস্কায়ার সাথে বৈঠকের বিষয়ে এই প্রথম ট্রাম্প এত সোজা-সাপ্টা বিবৃতি দিলেন। প্রসঙ্গত, প্রাক্তন এফবিআই প্রধান রবার্ট মুলার ২০১৬ সালের আমেরিকার নির্বাচনে রাশিয়ার আঁতাত নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করছেন। এমনকি তিনি এই বিষয়ে সরাসরি জেরা করতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্টকে।

এর আগে সেদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা দাবি করেছে, ২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে অনেকটাই সাহায্য করেছে রাশিয়া। ওই নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। তবে এই ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন ট্রাম্প।

Related Posts

Leave a Reply