January 21, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এ যেনো বাস্তবের মাদার ইন্ডিয়া !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

নিজের সন্তানকে দিয়ে এমন কাজ কেউ করাতে চায় না, কিন্তু পেট বড়ো বালাই।কথাগুলি বলছিলেন লীলাবতী দেবী। বিহারের সারন এলাকার বাসিন্দা লীলাবতী। হাল চাষের জন্য গরুর বদলে তার নিজের দুই কিশোর পুত্রকে বেঁধে দিয়েছেন জোয়ালে।

এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিয়েছে নার্গিস অভিনীত এপিক সিনেমা ‘মাদার ইন্ডিয়া’র সেই বহুল আলোচিত মুহূর্তের কথা। যেখানে হতদরিদ্র মা রাধা (নার্গিস) গরুর অভাবে তার সন্তানকে নিয়ে হাল চষা শুরু করেন। ১৯৫৭ সালে মেহবুব খানের তৈরি এই ছবিটির কয়েকটি চরিত্রকে যেন ফের দেখা গেল এবার বিহারে। পার্থক্য শুধু ৬১ বছর আগের সেই দৃশ্যটি ছিল সিনেমায় আর এখনকারটি ঘটছে বাস্তব জীবনে। জানা যায়, সারন জেলার বাসিন্দা কৃষক জবাহরের চরম দারিদ্রতার কারণে হালচাষের জন্য গরু কেনার সামর্থ নেই। খাবার যোগার করার পয়সাই নেই তাদের কাছে, ট্রাক্টর বা বলদ কিনবে কীভাবে?

এমনই অবস্থায় এবারের বর্ষার শুরুতে যখন জমি চাষ করতে হবে, যদিও ভুট্টা চাষই তার একমাত্র সম্বল। তাই বৃষ্টি শুরু হতেই একাই নেমে এলেন জমিতে। বাপের এই অসহায় অবস্থায় তার দুই কিশোরপুত্র বসে থাকতে পারলো না। সঙ্গে নেমে এলো তাদের মা-ও। সেই ছবি যেন জানান দিচ্ছে, অভাব আর অসহায়ত্ব মানুষকে দিয়ে সবই হয়তো করিয়ে নিতে পারে।

Related Posts

Leave a Reply