January 21, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

শিকাগোতে গুলি-বন্দুকের দাপাদাপিতে গুলিবিদ্ধ ৪৪ জন, মৃত ৫ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

আমেরিকার শিকাগো শহরে গত ১৪ ঘণ্টার মধ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে পাঁচজন মারা গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

রবিবার মধ্যরাত থেকে সোমবার দুপুর দুটোর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তিন ঘণ্টার মধ্যে ১০টি ঘটনা ঘটেছে এবং তাতে ৩০ জন আহত ও দু’জন নিহত হন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এই খবর দিয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিকাগোর ব্যুরো অব পেট্রোল চিফ ফ্রেড ওয়ালার বলেন, শিকাগো একটি হিংসার রাতের সাক্ষী হলো। এর মধ্যে কোনো কোনোটি টার্গেট কিলিংয়ের ঘটনা ছিল। গোলাগুলিতে যেসব ব্যক্তি হতাহত হয়েছে তার মধ্যে ১১ বছরের শিশু থেকে ৬২ বছরের বৃদ্ধ পর্যন্ত রয়েছে।

 

Related Posts

Leave a Reply