রোদে পোড়া ত্বক, দাগ দূর করতে অব্যার্থ টমেটো
কলকাতা টাইমস
ত্বকের যেসব অংশে সরাসরি সূর্যের তাপ লাগে, সেসব অংশ পুড়ে কালচে হয়ে যায়। ঘরোয়া যত্নে দূর করতে পারেন ত্বকের রোদে পোড়া দাগ। টমেটোর তৈরি কয়েকটি ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে দূর হবে ত্বকের কালচে দাগ। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে টমেটোতে। এছাড়া এর অ্যাসিডিক উপাদান ত্বকের মরা চামড়া দূর করে উজ্জ্বল ও সুন্দর করে ত্বক। জেনে নিন ত্বকের যত্নে টমেটো ব্যবহার করবেন কীভাবে।
টমেটো ও দই : একটি মাঝারি সাইজের টমেটো মাঝখান থেকে কেটে মাইক্রোওয়েভে গরম করুন কয়েক সেকেন্ড। ঠাণ্ডা হলে চটকে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। রোদে পোড়া ত্বকে মিশ্রণটি লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ঠাণ্ডা পানির ঝাপটায় পরিষ্কার করে ফেলুন ত্বক।
টমেটো ও আলু : ১/৪ ভাগ টমেটো ও ১টি আলু একসঙ্গে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করুন। রোদে পুড়ে কালচে হয়ে হওয়া ত্বকে মিশ্রণটি আধা ঘণ্টা লাগিয়ে রাখুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
লেবুর রস, ওটমিল ও টমেটো
১ চা চামচ ওটমিল গুঁড়া করে নিন। ১ চা চামচ টমেটোর রসের সঙ্গে ওটমিল গুঁড়া ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। রোদে পোড়া ত্বকে মিশ্রণটি ম্যাসাজ করুন কয়েক মিনিট। আরও কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
টমেটো, শসা ও দুধ : ১টি টমেটো ও অর্ধেকটি শসা একসঙ্গে ব্লেন্ড করুন। মিশ্রণে কয়েক ফোঁটা দুধ মিশিয়ে ঘষে ঘষে লাগান ত্বকে। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বেসন, টমেটো, মধু ও দই : টি টমেটো ভালো করে চটকে ২ চা চামচ বেসন, ১ চা চামচ দই ও আধা চা চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। পানি দিয়ে ধুয়ে ফেলুন শুকিয়ে গেলে।