২ টি কেন্দ্রে ইমরানের জয়ের বিজ্ঞপ্তি স্থগিত করলো পাকিস্তানের নির্বাচন কমিশন, শঙ্কা বাকিগুলোতেও!
কলকাতা টাইমসঃ
আনুষ্ঠানিক শপথ গ্রহণের জন্য বাকি আর মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে আরও কিছুটা চাপে পড়ে গেলেন পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খান। গত ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে তার নিজের জেতা পাঁচটি আসনের মধ্যে দু’টিতে তার জয়ের বিজ্ঞপ্তি স্থগিত করে দিলো পাকিস্তানের নির্বাচন কমিশন।
আগামী ১৪ বা ১৫ আগস্ট পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ দলের প্রধানের। কিন্তু নির্বাচন কমিশনের বুধবারের পদক্ষেপ তার পরিকল্পনায় খানিকটা জল ঢেলে দিতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের আশঙ্কা। বাকি তিনটি কেন্দ্রেও ইমরান খানের নির্বাচিত হওয়া নিয়ে কিছুটা হলেও সংশয় রয়েছে।
নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠায় ওই বিজ্ঞপ্তির ওপর কমিশন আপাতত স্থগিতাদেশ দিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বাকি ৩ কেন্দ্রেও ইমরানের জয়ী হওয়ার বিজ্ঞপ্তি বাতিল হতে পারে। সোমবারই পিটিআইয়ের বৈঠকে ইমরান খানকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা যায়। এর ২৪ ঘণ্টার মধ্যে পাক-নির্বাচন কমিশনের নির্দেশ ইমরান শিবিরের অস্বস্তি অনেকটাই বাড়াল বলে মনে করা হচ্ছে।