সন্তানদের ভরণপোষনের দাবিতে পিটের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ অ্যাঞ্জেলিনা জোলি
কলকাতা টাইমসঃ
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিচ্ছেদের পর থেকেই একে অপরের মুখ দেখা বন্ধ। তবে সন্তানের আইনি অধিকার নিয়ে তাদের লড়াই এখনো বিদ্যমান।
অ্যাঞ্জেলিনা জোলির অভিযোগ, সন্তানদের যথেষ্ট ভরণপোষণ দিচ্ছেন না প্রাক্তন স্বামী ব্র্যাড পিট। এই অভিযোগে আদালতের সরণাপন্ন হয়েছেন হলিউডের এই অভিনেত্রী। জোলির দাখিল করা কোর্ট ডকুমেন্ট থেকে জানা যায়, গত দেড় বছরের মধ্যে পিট তার ছয় সন্তানের জন্য যথেষ্ট পরিমাণে ভরণপোষণ দেননি। এ ব্যাপারে জোলির আইনজীবী সামান্থা ব্লে ডেজিন জানান, সন্তানদের আর্থিক দায়ভারের বিষয়ে আইনগত কিছু দায়-দায়িত্ব রয়েছে। কিন্তু বিবাহ বিচ্ছেদের পর থেকে সেই কর্তব্য সঠিকভাবে পালন করছেন না পিট।
যদিও পিট দাবি করছেন যে, সন্তানদের প্রতি তার সব দায়িত্ব সঠিকভাবে পালন করছেন তিনি।সন্তানদের ভরণপোষণে কোনো ত্রুটি রাখছেন না। উল্লেখ্য, অ্যাঞ্জেলিনা এবং ব্র্যাডের ছয়টি সন্তান৷ সব চেয়ে বড়ো হল ম্যাডক্স৷ অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিবাহ বিচ্ছেদ ঘটে ২০১৬ সালের সেপ্টেম্বরে।