November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পাকিস্তানে নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে ইসলামাবাদে প্রবল বিক্ষোভ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল বয়কট করে হাজার হাজার মানুষ ইসলামাবাদের রাস্তায় নেমে এলেন। ভোট গণনায় অনিয়মের অভিযোগে সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভকারীদের মধ্যে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), আওয়ামী ন্যাশনাল পার্টি (এনএপি) এবং অন্যান্য দলের সমর্থকরাও ছিলেন।

বুধবার তারা নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। প্রসঙ্গত, ২৫ জুলাইয়ের নির্বাচনে জয়লাভ করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এদিকে নির্বাচনের দিন থেকেই বিরোধী দলগুলোর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ভোট গণনার সময় ব্যাপক অনিয়ম হয়েছে। এ ব্যাপারে ইমরান খান বলেছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিষয়টি তদন্ত করবেন।

Related Posts

Leave a Reply