রাশিয়ার কাছে যুদ্ধ শিখবে পাকিস্তান!
কলকাতা টাইমসঃ
এবার রাশিয়ান আর্মির কাছে যুদ্ধের কৌশল শিখবে পাকিস্তানের সেনারা। রাশিয়ার সামরিক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণের বিষয়ে দুই দেশের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যদের রাশিয়ান ফেডারেশনের সামরিক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে ভর্তির বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান এবং রাশিয়া। আগামী দিনে সেখানে পাক আর্মির সদস্যরা যুদ্ধের কৌশল শিখবে বলে জানানো হয়েছে।
রাওয়ালপিন্ডিতে জেএমসিসির প্রথম বৈঠকে রাশিয়ার ডেপুটি প্ৰতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল আলেক্সান্দার ফোমিন তার দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। পাকিস্তানের প্রতিনিধিদের নেতৃত্বে ছিলেন দেশের প্রতিরক্ষা সচিব অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জামিরুল হাসান শাহ। বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আরও বেশ কিছু অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।