পাকিস্তানি ওপেনারের ১ বছরের ক্রিকেট নির্বাসন বেড়ে হলো ৪ বছর!
কলকাতা টাইমসঃ
প্রথমে শাস্তি দেওয়া হয়েছিল ১ বছরের জন্য। কিন্তু সেটা মনে ধরেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তারা নতুন করে সাজা বাড়ানোর আবেদন করে। এরপরেই স্পট ফিক্সিং কেলেংকারিতে জড়িত থাকার দায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পাকিস্তান ওপেনার শাহজাব হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ ১ বছর থেকে বাড়িয়ে ৪ বছর করা হয়েছে। পাকিস্তানের বিচার বিভাগীয় কমিশন আজ শুক্রবার এই রায় দেয়।
ম্যাচ ফিক্সিংয়ের একটি প্রস্তাব পেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখাকে না জানানোয় দোষী প্রমাণিত হওয়ার পর এবছরের ফেব্রুয়ারী মাসে ২৮ বছর বয়সী হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ ও দশ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।এই শাস্তি খুবই কম হয়েছে উল্লেখ করে পিসিবি তা বাড়ানোর আবেদন করে।
পাকিস্তান টি-২০ সুপার লিগের টুর্নামেন্টে স্পট ফিক্সিং মামলায় শাস্তি পাওয়া ৬ ক্রিকেটারের একজন হচ্ছেন হাসান। এর আগে আক্রমণাত্মক ওপেনার শারজিল খান, খালিদ লতিফ, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নওয়াজ এবং নাসির জামশেদকেও শাস্তি দেয়া হয়েছে।
জামশেদের বিরুদ্ধে অন্য অভিযোগও রয়েছে যেকারণে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হতে পারে। আগামী সপ্তাহে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। হাসানের আইনজীবি কাশিফ রিজওয়ানা জানান, এই রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করবে তার মক্কেল।