ডলার নয়, নিজেদের মুদ্রাতেই এবার বৈদেশিক বাণিজ্যি করবে তুরস্ক!
কলকাতা টাইমসঃ
মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় (লিরা) বিদেশের সঙ্গে বাণিজ্য করবে তুরস্ক। তবে নিজস্ব মুদ্রায় বিশ্বের সব দেশের সঙ্গে বাণিজ্য চালানো সম্ভব হবে না। চীন, রাশিয়া, ইরান, ইউক্রেন এবং ইউরোপীয় বিভিন্ন দেশের সঙ্গে লিরার মাধ্যমে বাণিজ্য করবে তুরস্ক।
তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্টস পার্টির (একেপি) এক সভায় শনিবার এরদোগান এই কথা জানিয়েছেন। সভায় এরদোগান বলেন, তুরস্ক আগে থেকেই নিজস্ব মুদ্রায় বাণিজ্য করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখন আমাদের ব্যবসায়িক অংশীদার যেমন; চীন, রাশিয়া, ইরান এবং ইউক্রেইনের সঙ্গে লিরার বিনিময়ে বাণিজ্য হবে। আর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সঙ্গেও নিজস্ব মুদ্রায় বাণিজ্যের চেষ্টা করা হবে।
সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুন বৃদ্ধি করে। তুরস্কের এই দুটি পণ্যে আগের চেয়ে ৫০ শতাংশ হারে শুল্ক বাড়ানোর ঘোষণা করার পর নিজস্ব মুদ্রায় বাণিজ্য করার পথ নেন এরদোগান। উল্লেখ্য, তুরস্কে আটক আমেরিকান ধর্মযাজক এন্ড্রু ব্রানসনকে নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।