চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করার পর নিজের দেহ সেই চিকিৎসা বিজ্ঞানের উন্নতিকল্পেই দান করে গেলেন সোমনাথ চট্টোপাধ্যায়
কলকাতা টাইমসঃ
চিকিৎসা বিজ্ঞানের উন্নতিকল্পে নিজের দেহ দান করে গেলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। সোমবার তার মৃত্যুর পর তাই তার মরদেহ এসএসকেএম -এর হাতে তুলে দেবেন তার পরিবারের লোকেরা। তেমনটাই জানা যাচ্ছে সোমনাথ বাবুর পরিবার সূত্রে।
এছাড়াও, লোকসভার ১০ বারের এই সাংসদকে রাজ্য সরকারের তরফ থেকে মরণোত্তর সর্বোচ্চ সম্মান গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হবে। মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজে বিষয়টি তদারকি করছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনির অসুখে ভুগছিলেন। সোমবার সকাল ৮.১৫ মিনিটে দক্ষিণ কলকাতার বেলভিউ নার্সিংহোমে তার মৃত্যু হয়। দিনকয়েক ধরে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। গতকাল রাতে তার মাল্টি অর্গান ফেইলিওর হয়, এরপরই চিকিৎসা বিজ্ঞান হার মানে তার কাছে।