বেন স্টোকস নির্দোষ!
কলকাতা টাইমসঃ
ব্রিটিশ ক্রিকেটার বেন স্টোকস নির্দোষ। মঙ্গলবার এই রায় জানাল ব্রিস্টল ক্রাউন কোর্ট। তবে তার মাথার ওপর থেকে এখনই সরছে না অস্বস্তির ঘন কালো মেঘ। স্টোকসের কাঁটা এখনও সেই শৃঙ্খলাভঙ্গের দায়।
আদালতে বেকসুর খালাস হলেও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখোমুখি হতে হবে এই ইংলিশ অলরাউন্ডারকে। তার সঙ্গে ইসিবির আতস কাচের তলায় পরীক্ষিত হবেন অ্যালেক্স হেলসও। তবে বেন স্টোকসের খবরে বিরাট স্বস্তিতে ব্রিটিশ ক্রিকেট শিবির। মনে করা হচ্ছে, ট্রেন্ট ব্রিজের দল ঘোষণা হয়ে গেলেও স্টোকসকে দলে নেবেন জো রুট। কারণ, প্রথম টেস্টে এই অলরাউন্ডারই ছিলেন ব্রিটিশদের জয়ের অন্যতম কাণ্ডারি।
লর্ডস টেস্ট জয়ের পর ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে ২-০-তে এগিয়ে থাকা ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজ টেস্টের জন্য কোনও রদবদল করেননি জো রুট। অপিরিবর্তিই আছে ইংল্যান্ড দল। ব্যাটে বল না ছুঁইয়ে, একটা ডেলিভারি না করেও দলে আছেন আদিল রাশিদ। দলে রাখা হয়েছে দুই তরুণ স্যাম কুরান এবং অলি পোপও।