বড়োরকমের পরিবর্তন হলো পাসপোর্টে, জানুন কি?
নিজস্ব প্রতিবেদনঃ বড়সড় পরিবর্তন আসছে ভারতীয় পাসপোর্টে। এবার আর অ্যাড্রেস প্রুফ বা ঠিকানার প্রমাণ হিসেবে পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না নাগরিকরা। অর্থমন্ত্রকের নির্দেশ, পাসপোর্টের শেষ যে পাতায় বাবা-মায়ের নাম, আইনি অভিভাবকের নাম এবং সম্পূর্ণ ঠিকানা থাকে, সেই পাতাটিই আর থাকবে না। শুধু তাই নয়, পাসপোর্টের রংও খুব শীঘ্রই বদলাতে চলেছে।
হিন্দুস্থান টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে, পাসপোর্ট এবং ভিসা বিভাগের সেক্রেটারি সুরেন্দ্র কুমার জানিয়েছেন, পরবর্তী সিরিজের পাসপোর্টে পরিবর্তনগুলি হবে। এতদিন পাসপোর্টের প্রথম পাতায় ছবি এবং অন্যান্য যাবতীয় তথ্য এবং শেষ পাতায় বাবা-মায়ের নাম, জীবনসঙ্গীর নাম, ঠিকানা, আইনি অভিভাবকের নাম থাকে। নতুন পাসপোর্টে সেই পাতাটি সাদা থাকবে। অর্থাত্, এতদিন ঠিকানার প্রমাণ হিসেবে আপনি যে পাসপোর্ট ব্যবহার করতে পারতেন, এবার থেকে আর পারবেন না।