প্যালিস্তিনি মহিলা সাংবাদিককে বন্দি করে অত্যাচার চালানোর অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে
কলকাতা টাইমসঃ
ইসরায়েলের কারাগারে এক প্যালিস্তিনি মহিলা সাংবাদিককে নির্যাতনের অভিযোগ উঠেছে। ৪২ বছর বয়সী ওই সাংবাদিকের নাম লামা খাতের। অভিযোগ, কারাগার কর্তৃপক্ষ তাঁর কাছ থেকে ‘ভিত্তিহীন স্বীকারোক্তি’ নিতে নির্দয় নির্যাতনের পথ বেছে নেয়।
সম্প্রতি প্যালিস্তিনিয়ান প্রিজনারস ক্লাবের (পিপিসি) একজন আইনজীবী লামা খাতেরের সঙ্গে কারাগারে দেখা করেন। ওই আইনজীবী জানিয়েছেন, কারাগারে তাকে জিজ্ঞাসাবাদের নামে তাঁর ওপর অমানবিক ভয় প্রদর্শন করা হচ্ছে। তারা লামাকে এই বলে ভয় দেখাচ্ছে যে, যদি তিনি স্বীকারোক্তি না দেন তবে তাঁর আত্মীয় পরিজনদেরও গ্রেপ্তার করা হবে। এমনকি তার ওপর শারীরিক ভাবেও নির্যাতন চালানো হচ্ছে।
তিনি জানান, এই সাংবাদিককে কারাগারে সবসময় একটি ছোট চেয়ারে বসিয়ে রাখা হয়। শুধু তাই নয়, তাঁকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে পা বেঁধে রাখা হচ্ছে। এমনকি তাঁকে টয়লেটেও যেতে দেওয়া হয় না।