পাকিস্তানে দিনভর বিতর্কিতই রইলেন সিধু
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান। শনিবার পাক প্রেসিডেন্টের সরকারি বাসভবনে শপথ নিলেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করালেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেন।
এদিনের অনুষ্ঠানে সে দেশের বহু বিশিষ্ঠদের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। আর তাই নিয়েই এবার দেখা দিয়েছে বিতর্ক। অনুষ্ঠানে পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে বসে থাকতে দেখা যায় তাকে। এছাড়া পাক সেনা প্রধানের সঙ্গে দেখা হওয়ার পর তাকে জড়িয়েও ধরেন সিধু। এসবের পরই নানা মহল থেকে সমালোচনা ধেয়ে আসছে তার দিকে ।
তবে এসবে কান দিতে নারাজ এই প্রাক্তন ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি ভারত থেকে ভালবাসার বার্তা নিয়ে পাকিস্তানে এসেছিলাম। কিন্তু যতটা নিয়ে এসেছিলাম তার থেকে ১০০ গুণ বেশি ফেরত নিয়ে যাচ্ছি। সুদে আসলে ভালবাসা ফেরত পেয়েছি।’
এছাড়া ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘এটা আমাদের দায়িত্ব যে দেশে ফিরে নিজেদের সরকারকে বলা শান্তি স্থাপনের জন্য এক পা এগোনো উচিৎ। আশা করি আমরা এক পা এগুলে এখানকার মানুষ দু’পা এগোবে। জেনারেল বাজওয়া আমাকে জড়িয়ে ধরেন এবং বলেন, আমরা শান্তি চাই।’ তবে এই নিয়ে বিতর্কে যেতে নারাজ জম্মু-কাশ্মীরের কংগ্রেস নেতারাও।