পৃথিবী জুড়ে মাত্র ৭ জন মানুষের শরীরে বইছে এই বিরল গ্রূপের রক্ত!
কলকাতা টাইমসঃ
এমন কোনও রক্তের গ্রুপের কথা জানেন, যে গ্রুপের মানুষের সংখ্যা গোটা পৃথিবীতে সর্বসাকুল্যে মাত্র ৭ জন। অবিশ্বাস্য হলেও এটিই বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ। রক্তের এই গ্রুপ ‘ইনরা’ নামে পরিচিত।
২০১৬ সালের ৩ সেপ্টেম্বর প্রথম এই গ্রুপের রক্তের সন্ধান পাওয়া যায়। তার পর থেকে এখনো পর্যন্ত বিশ্বে মাত্র ৭ জন মানুষের মধ্যে ‘ইনরা ব্লাড’-এর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। এই বিরল গ্রূপের রক্তের খোঁজ প্রথম পাওয়া যায় এই ভারতবর্ষে। সুরাটের এক ব্যক্তির দেহে এই বিরল ব্লাড গ্রূপের প্রথম সন্ধান মেলে।
বর্তমানে গোটা বিশ্বের জনসংখ্যা প্রায় ৮০০ কোটি। জানা গেছে, বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে মাত্র ৭ জনকে পাওয়া গেছে, যাদের শরীরে এই বিরল গ্রুপের রক্ত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ব্লাডের অধিকারীরা যে কোনও গ্রুপের মানুষকে রক্ত দিতে পারেন তবে সবার থেকে রক্ত নিতে পারেন না। তাই চিকিৎসকদের মতে, বিরল এই ব্লাড গ্রুপের অধিকারী যে সব মানুষ রয়েছেন, তাদের খুব সাবধানে জীবন যাপন করা জরুরি।