বাকি দুটি টেস্টে ভারতীয় দলে নতুন মুখ পৃথ্বী শাহ ও হনুমা বিহারি, বাদ কুলদীপ যাদব ও মুরলী বিজয়
কলকাতা টাইমসঃ
ইংল্যান্ডের বিরুদ্ধে টানা দুটি টেস্টে লজ্জাজনক হারের পরে ট্রেন্টব্রিজে ঘুরে দাঁড়ায় বিরাট কোহলির ভারতীয় দল। তৃতীয় টেস্ট জেতার ফলে সিরিজে ফিরে আসার সুযোগ থাকছে ভারতের। সিরিজের ফলাফল এখন ২-১। বাকি দু’টো টেস্টের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। এরইমধ্যে বাকি দুটি টেস্টের দল ঘোষণা করলো ভারতীয় বোর্ড। ১৮ জনের দল থেকে বাদ পড়েছেন কুলদীপ যাদব ও মুরলী বিজয়।
দলের খেলোয়াড়দের বেছে নিতে নটিংহ্যামে বৈঠকে বসেছিল নির্বাচক কমিটি। ওই বৈঠকে বাকি দু’টি টেস্ট ম্যাচের জন্য বেছে নেওয়া হয় দল। সিনিয়র দলে সুযোগ দেওয়া হল দুই নতুন মুখকে। পৃথ্বী শাহ ও হনুমা বিহারিকে বেছে নিয়েছেন নির্বাচকরা। বাদ পড়েছেন মুরলী বিজয় ও কুলদীপ যাদব।
একনজরে ভারতীয় দল:
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, পৃথ্বী শাহ, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), করুণ নায়ার, দীনেশ কার্তিক (উইকেটকিপার), রিষভ পন্থ (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়া, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, শার্দূল ঠাকুর, হনুমা বিহারি।