May 1, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

১১১ টি হেলিকপ্টার যুক্ত হলো ভারতীয় নৌবাহিনীতে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হচ্ছে ১১১টি হেলিকপ্টার। ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের পক্ষ থেকে শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন এক ট্যুইট বার্তায় এই খবর জানান।

স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মডেলে এটাই কেন্দ্রীয় সরকারের প্রথম প্রজেক্ট। সার্চ, অ্যাটাক কিংবা রেসকিউ অপারেশনে ব্যবহার করা যাবে এই হেলিকপ্টার। এছাড়াও, সেনাবাহিনীর জন্য তৈরি করা হচ্ছে ১৫৫ এমএম অ্যাডভান্সড আর্টিলারি গান সিস্টেম। ডিআডিও এই ‘গান’ ডিজাইন করবে ও তৈরি করবে বলে জানা গেছে। এছাড়া ২৪টি মাল্টি রোল হেলিকপ্টারও অনুমোদন পেয়েছে যা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারে যুক্ত হতে পারবে।

উল্লেখ্য, আগেই নৌসেনা কেন্দ্রের কাছে ১১টি ইউটিলিটি ও ১২৩টি মাল্টি রোল হেলিকপ্টারের জন্য আবেদন জানিয়েছিল। এদিনের বৈঠকে ১৪টি শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম কেনার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ১০টি ভারতেই তৈরি হবে।

Related Posts

Leave a Reply