খরচে লাগাম টানতে তৎপর ইমরান
কলকাতা টাইমসঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মাত্র কয়েক দিন আগে। এখন থেকেই সরকারি খরচে লাগাম টানতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন ইমরান খান। সবার প্রথমে পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকারের প্রথম শ্রেণিতে বিমান যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুধু তাই নয়, মন্ত্রী থেকে শুরু করে পার্লামেন্টের উচ্চকক্ষের প্রতিনিধিদের ইচ্ছামত খরচের তহবিলও বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র রবিবারেকেই সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করা হয়। আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজের সরকারি কাজের সময়সীমা ছিল। এখন সেটা ৯টা থেকে বিকাল ৫টা করা হয়।
পাঞ্জাব ও খাইবার পাখতুনখা প্রদেশে আগের সরকারের যেসব বড় প্রোজেক্ট রয়েছে সেগুলোর অডিট করানোরও নির্দেশ দেন ইমরান। এখন থেকে দেশের মধ্য সরকারি কাজে বিভিন্ন জায়গায় গেলে সরকারি বিমান ব্যবহার করবেন ইমরান। কিন্তু বিদেশ সফরে তিনি তা ব্যবহার করবেন না বলেও জানিয়েছে পাকিস্তান পিএমও।