November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

কাঠমান্ডুতেও এবার দেখা মিলবে অত্যাধুনিক রোবট রেস্টুরেন্টের

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

চীনের পর এবার রোবট রেস্টুরেন্ট চালু হল নেপালে৷ রাজধানী কাঠমান্ডুর একটি হোটেলে খাবার পরিবেশন করে এই মানব যন্ত্ররা৷ যার ফলে রোবট রেস্টুরেন্টের তালিকায় ঢুকে গেল নেপাল৷ রেস্টুরেন্টের নাম দ্য নাউলো৷ নেপালি ভাষায় নাউলো শব্দের অর্থ নতুন৷ ‘হোয়ার দ্য ফুড মিটস টেকনোলজি’ এই মন্ত্র নিয়ে পথ চলা শুরু সেই রেস্টুরেন্টের৷ নাউলোতে পাঁচ পাঁচটি রোবট ‘চাকরি’ করে৷ তিন জনের নাম জিনজার ও দু’জনের নাম ফেরি৷

নাউলোতে সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া৷ সব টেবিলেই ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে মেন্যু৷ সেখান থেকে পছন্দসই খাবারের অর্ডার দেন কাস্টমাররা৷ সেই অর্ডার সোজা চলে যায় রেস্টুরেন্টের কিচেনে৷ খাবার তৈরি হলে তা টেবিল অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব রোবটদের৷

 

Related Posts

Leave a Reply