দর্শকদের সামনেই পোশাক বদল করলেন এক মহিলা টেনিস প্লেয়ার
কলকাতা টাইমসঃ
ইউএস ওপেনে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার কোর্টে দাঁড়িয়ে দর্শকদের সামনেই পোশাক বদল করলেন এক মহিলা খেলোয়াড়! নিউ ইয়র্কের তীব্র গরমে এই খেলা চালানোর কারণে প্রথম থেকেই বিতর্কের জন্ম দিয়েছে এবারের ইউএস ওপেন। এবার মহিলা খেলোয়াড়ের পোশাক বদল এক নতুন বিতর্কের জন্ম দিলো।
প্রচণ্ড গরমের জন্য ইউএস ওপেন কর্তৃপক্ষ ম্যাচের মাঝে ১০ মিনিটের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত বুধবার ফ্রান্সের অ্যালিজ কর্নেট ঘামে ভিজে যাওয়া জামা বদলানোর জন্য কোর্টের বাইরে যান। জামা বদলে যখন কোর্টে ফেরেন, বুঝতে পারেন, জামাটি উল্টো পড়েছেন। এরপর আর লকার রুমে না গিয়ে বেস লাইনের সামনেই জামা খুলে ঠিক করে নেন। এই ঘটনার পর আম্পায়ার শৃঙ্খলাভঙ্গের জন্য কর্নেটকে কড়াভাবে সতর্ক করে দেন। যদিও আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।