প্রতি ঘন্টায় ৫ টি করে বিয়ে ভাঙছে সৌদি আরবে!
কলকাতা টাইমসঃ
সৌদি আরবে হঠাৎ করেই বিবাহ বিচ্ছেদের ঘটনা অত্যাধিক হরে বেড়ে গেছে। জানা গেছে, গত মাসে সেদেশের ১০ হাজার বিয়ে হলেও, বিচ্ছেদের ঘটনা ঘটেছে প্রায় ৫ হাজার। খবর আরব নিউজের।
জেনারেল অথোরিটি অফ স্ট্যাটিকটিক্সের সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে, প্রত্যেকদিন প্রায় ১২৭টি বিবাহ বিচ্ছেদের মামলা হয় সৌদি আরবে৷ অথার্ৎ প্রতি ঘণ্টায় ৫টি করে ডিভোর্সের ঘটনা ঘটছে। সমাজবিজ্ঞানীদের মতে, সৌদির মহিলারা এখন অনেকটাই স্বাধীন। যার ফলে, বিচ্ছেদের ব্যাপারে তারা একাই সিদ্ধান্ত নিতে পারছেন।
রিপোর্টে আরও বলা হয়েছে, গত এক বছরে ১,৫৭,০০০ বিবাহ কোর্টে রেকর্ড করা হয়েছে ৷ অথচ ইতিমধ্যেই ৪৬,০০০ ডিভোর্সের জন্য আবেদন করা হয়েছে। গত বছর অবশ্য বিবাহ বিচ্ছেদের সংখ্যা তার আগের বছরের থেকে অনেকটাই কম ছিল। গত বছর তাবুক ও ইস্টার্ন প্রভিন্সে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদর মামলা দায়ের হয়েছিল।