‘কারো দয়ায় নয়, ডিএ সরকারি কর্মচারীদের অধিকার’ -কলকাতা হাইকোর্ট
কলকাতা টাইমসঃ
‘রোপা’ আইন অনুযায়ী সরকারি কর্মচারীদের ডিএ পাওয়াটা আইনি অধিকারের মধ্যে পড়ে। শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারকে পরিষ্কার ভাবে জানিয়ে দিলো এই কথা। রাজ্যসরকারী কর্মচারী সংগঠনের করা এক মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেয় হাইকোর্ট। একই সঙ্গে এই সংক্রান্ত স্যাটের দেওয়া নির্দেশকে খারিজ করে দেন মহামান্য বিচারপতিগণ।
প্রসঙ্গত দীর্ঘদিনের বকেয়া ডিএর দাবি করে রাজ্য সরকারি ট্রাইবুনালে বিচার চাইতে গিয়েছিলো সরকারি কর্মচারী সংগঠনগুলি। স্যাট সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জানিয়েছিল ডিএ দেওয়া বা না দেওয়াটা সরকারের ইচ্ছের ওপর নির্ভর করে, কর্মীরা তা দাবি করতে পারে না। স্যাটের এই রায়কে চ্যালেঞ্জ করে দেড় বছর আগে হাইকোর্টের দ্বারস্থ হন সরকারি কর্মীরা। স্যাটের এই নির্দেশকেই এদিন সরাসরি খারিজ করে দেয় রাজ্যের শীর্ষ আদালত।