February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আইএসের হয়ে গুপ্তচরবৃত্তির অপরাধে ২৫ বছরের জেল হলো এক মার্কিন সেনা সার্জেন্টের 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হয়ে গুপ্তচরবৃত্তির অপরাধে গ্রেফতার করা হল মার্কিন যুক্তরাষ্ট্রের এক সেনা কর্তাকে। তার ২৫ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। ইকাইয়া এরিক ক্যাং নামে সেই সেনা কর্তা মার্কিন সেনার বিমান বাহিনীর যান চলাচল বিভাগে কাজ করতেন।

জানা যায়, অর্থের বিনিময়ে তিনি মার্কিন বিমান বাহিনীর অনেক গুরুত্বপূর্ণ তথ্য আইএস’র হাতে তুলে দিয়েছেন। জেরায় নিজের অপরাধ কবুলও করেছেন তিনি। ইরাক ও আফগানিস্তানে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন ইকাইয়া। তার ওপরে সন্দেহ ছিল অনেকদিন ধরেই। সেই সন্দেহ থেকেই সার্জেন্ট পদাধিকারী ইকাইয়ার পিছনে চর লাগায় মার্কিন বিমান বাহিনী।

নিজেকে আইএস সদস্য পরিচয় দিয়ে এক চর ভাব জমায় ইকাইয়ার সঙ্গে। তার কাছে ইকাইয়া স্বীকার করেন, এর আগেও তিনি একাধিকবার গোপন তথ্য ফাঁস করেছেন। যথেষ্ট তথ্যপ্রমাণ হাতে পেয়ে ইকাইয়াকে গ্রেফতার করে সেনা। গত বুধবার তার শাস্তি ঘোষণা করা হয়। মার্কিন বিমান বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক জন ডেমার্স বলেছেন, ‘‌দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ইকাইয়া। অথচ চাকরিতে ঢোকার সময় তিনি দেশের যাবতীয় গোপন তথ্য সুরক্ষার শপথ নিয়েছিলেন। এই ধরনের বিশ্বাসঘাতকা বরদাস্ত করার কোনও প্রশ্নই ওঠে না।’‌

জেরায় আরও জানা গেছে, দীর্ঘদিন ধরেই আইএস’র প্রতি সহানুভূতিশীল ছিলেন ইকাইয়া। ২০১৬ থেকে জঙ্গিদের সঙ্গে তার ঘনিষ্ঠতার শুরু। ইন্টারনেটের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন ইকাইয়া।

Related Posts

Leave a Reply