ফাঁকি দিলে ওষুধই জানিয়ে দেবে ডাক্তারকে !
কলকাতা টাইমস :
এমন অনেক মানুষ আছেন যারা ওষুধ খেতে ভয় পান। অসুখ-বিসুখে ডাক্তারের কাছে গেলেও তার দেওয়া ওষুধ নানা অছিলায় খেতে চাননা। এবার এমন মানুষরা রেহাই পাবেন না। ভাবছেন কাউকে না দেখিয়ে ট্যাবলেটটা হয় ফেলে দেবেন না হয় লুকিয়ে রাখবেন। সেটি আর আছে না। সেই ওষুধই আপনার রহস্য খুলে দেবে ডাক্তারের কাছে।
আরও পড়ুন : এবার অন্ধরাও দেখবে, কিন্তু জিভ দিয়ে!
আমেরিকায় এই প্রথম একটি ট্যাবলেট বিক্রির জন্য অনুমোদন পেয়েছে যেটির সাথে একটি হজমযোগ্য সেনসর যুক্ত আছে । এতে করে রোগী ওই ওষুধ খেয়েছে কিনা চিকিৎসকরা তা ধরতে পারবেন। এবিলিপাইম্যাকসাইট অ্যারিপিপ্রাজোল নামে এই ট্যাবলেটটি মানসিক রোগের জন্য ব্যবহার করা হয়। রোগীর শরীরে একটি প্যাচ পরানো থাকবে যেটি শরীরের ভেতর এই ওষুধের ক্রিয়াকর্মের তথ্য তার মোবাইল ফোনে পাঠাতে পারবে। রোগীর অনুমতি থাকলে সেই তথ্য তার চিকিৎসকের কাছেও চলে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে রোগীদের ওষুধ খাওয়ার শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে। এই ট্যাবলেটের ভেতরে বালুকনার সাইজে একটি সেন্সর রয়েছে যেটি পাকস্থলীর রসের সাথে সংস্পর্শের সাথে সাথে কার্যকরী হয়ে হয়ে উঠবে। এর ফলে ৩০ মিনিট থেকে দুই ঘণ্টার ভেতর বাইরে থেকে বোঝা যাবে ওষুধটি শরীরে ঢুকেছে কি ঢোকেনি।