রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের জন্য কারাদণ্ডের আদেশ দিলো মায়ানমার আদালত
কলকাতা টাইমসঃ
মায়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় সেনাবাহিনীর হাতে আটক হওয়া রয়টার্সের দুই সাংবাদিককে সাত বছরের জন্য কারাদণ্ডের আদেশ দিলো মায়ানমারের একটি আদালত।
রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় দু’জনকে দোষী সাব্যস্ত করে সোমবার এই রায় ঘোষণা করে আদালত। যদিও ওয়া লোন ও কিয়াও সো ওর নামে দুই সাংবাদিক প্রথম থেকেই তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন। এদিকে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সাংবাদিক মহল।