স্মার্টফোনের জগতে এশিয়ার বাজারে একনম্বর স্থানের দখল নিলো অপো
নিউজ ডেস্কঃ চীনা মোবাইল ব্র্যান্ড অপো কর্তৃপক্ষ দাবি করেছে, এশিয়ার মোবাইল বাজারের ১৫ শতাংশ তাদের দখলে। আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য উল্লেখ করে এই দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এক লিখিত বিবৃতিতে তারা জানান, ১৫ শতাংশ বাজার দখল নিয়ে এশিয়ার বাজারের শীর্ষে এখন তারা। তাদের পরেই আছে আরেক চীনা প্রতিষ্ঠান ভিভো। ভিভোর দখলে রয়েছে বাজারের ১৩ শতাংশ। এরপর ১২ শতাংশ দখল নিয়ে যৌথভাবে তিনে আছে চীনের শাওমি ও দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।