ভিক্ষায় পাওয়া শেষ সম্বলটুকু দান করতে ৪ কিমি হেটে আসেন এই দাতা কর্ণ
কলকাতা টাইমসঃ
কর্ণ ভিখ্যা স্বরূপ নিজের প্রাণটুকুও দিয়ে দিয়েছিলেন কুন্তীকে। মোহনন কিন্তু সেই দাতা কর্ণ থেকে কোনো অংশে কম যান না। নিজে ভিক্ষ্যা করে যার চলে তিনি কিন নিজের শেষ সম্বলটুকুও তুলে দিলেন বন্যা বিস্বস্তদের জন্য। তাঁকে দাতাই বলতে হয়।
বন্যা বিস্বস্তদের জন্য সবার কাছে সাহায্য চাইছিলেন টিএম রশীদ নামের স্থানীয় এক রাজনীতিবিদ। সেই সময় এগিয়ে আসেন মোহনন। তাকে সবাই ভিক্ষুক বলেই চেনে। চসিতে এসেছে ভেবে সেই রাজনীতিবিদ তার হাতে ২০ টাকার নোট ধরিয়ে দিতে যান। ঠিক তখনি চমক দিয়ে ভিক্ষা হিসেবে দেয়া নোটটি ফিরিয়ে দিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসে নিজের সঞ্চয় গুণতে শুরু করলেন। সবমিলিয়ে হল ৯৪ রুপি। তার সবটাই তুলে দিলেন সেই রাজনীতিবিদের হাতে। পরে সেটি অনুদান হিসেবে কেরালার মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে জমা দেন সেই রাজনীতিবিদ। কেরালায় এ ঘটনা প্রমান করেছে অর্থ মহানতার পরিচয় নয়। জানা গেছে মহানন নিজের সঞ্চয় তুলে দিতে প্রায় ৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে সেই রাজনীতিবিদের কাছে এসেছিলেন। ।
ফেসবুকে টিএম রশীদ জানিয়েছেন, প্রথমে মাহুত হিসেবে জীবিকা নির্বাহ করতেন মহানন। হাতির আঘাতে পায়ে আঘাত পাওয়ায় সে পথটি বন্ধ হয়ে যায়। অগত্যা ভিক্ষাকেই জীবিকা হিসেবে গ্রহণ করেছেন তিনি।