November 25, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

কিন্তু তাই বলে এক বোতল মদের দাম ১ কোটি !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মদটি যখন তৈরি হয়েছিল তখন রাজা ষোড়শ লুই ফ্রান্সে শাসন করতেন। সে আমলের মদ বেশি দামে তো বিক্রি হবেই। কিন্তু তাই বলে এক বোতল মদ এক কোটি টাকা!

১৭৭৪ সালে তৈরি এক বোতল ভিনটেজ মদ নিলামে তুলেছিল ফ্রান্সের নিলাম প্রতিষ্ঠান জুরা এনচেরেস। ওই মদের বোতল বিক্রি হয়েছে এক লাখ তিন হাজার ৭০০ ডলারে, যা রেকর্ডের সৃষ্টি করেছে।

আরও পড়ুন : গার্লফ্রেন্ড জোগাড় করার কৌশল শেখাচ্ছে এই স্কুল

ওই নিলামে একই সঙ্গে তোলা হয়েছিল আরও দুই বোতল মদ, সেই বোতল দুটি বিক্রি হয়েছে যথাক্রমে ৭৬ হাজার ২৫০ ইউরো ও ৭৩ হাজার ২০০ ইউরোতে।

নিলামে তোলা পৃথিবীর সবচেয়ে পুরনো মদগুলোর মধ্যে অন্যতম এসব মদ তৈরি করা হয়েছিল আঙুর বাগানের জন্য বিখ্যাত ফ্রান্সের জুরা অঞ্চলে। আনাতৌলি ভারসেল বিন জুয়ান নামের এক ব্যক্তি এসব মদ তৈরি করেছিলেন। মদের বোতলগুলো তার বংশধরদের কাছে এতদিন সংরক্ষিত ছিল।

মদটি সম্পর্কে নিলামকারী ফিলিপে এটিয়েভ্যান্ট বলেন, ১৭৭৪ সালের এই মদটি পরীক্ষা করেছিলেন ২৪ বিশেষজ্ঞের একটি দল। তারা সেটিকে মানের দিক দিয়ে ১০-এর মধ্যে ৯.৪ নম্বর দিয়েছিলেন। এর আগে ২০১১ সালে একই ধরনের এক বোতল মদ বিক্রি হয়েছিল ৫৭ হাজার ইউরোতে।

Related Posts

Leave a Reply