সমকামীদের জন্য বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনা মোদির গুজরাটে!
কলকাতা টাইমসঃ
সমকামিতা নিয়ে শীর্ষ আদালতের রায়ে খুব একটা সন্তুষ্ট নয় গেরুয়া শিবির। অথচ ৩৭৭ ধারা খারিজ হওয়ার পর সমকামীদের জন্য প্রথম পদক্ষেপটি হতে চলেছে মোদির গুজরাটে। জানা গেছে, সেখানকারা সমকামীরা তাদের জন্য একটি বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনা নিয়েছেন।
গুজরাটের রাজপিপলার মহারাজ মানবেন্দ্র সিং গোহিল সেই বৃদ্ধাশ্রম তৈরির জন্য ১৫ একর জমি দান করেছেন। তিনিই প্রথম রাজা যিনি প্রকাশ্যে সমকামিতা নিয়ে শীর্ষ আদালতের ঐতিহাসিক রায় নিয়ে মন্তব্য করেছেন এবং নিজের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। সেই সঙ্গে প্রকাশ্যে নিজেকে সমকামী বলে ঘোষণা করেছেন।
তার পরিকল্পনাতেই তৈরি হবে এই বৃদ্ধাশ্রম। তাতে থাকবে ৫০টি কটেজ। প্রত্যেকটিতে জীবনধারণের প্রয়োজনীয় যাবতীয় জিনিস থাকবে। সেখানে প্রবীন এবং বৃদ্ধ সমকামীদের থাকার বন্দোবস্ত থাকবে। তারা যদি কাজ করতে চান সেই সুযোগও তাদের করে দেওয়া হবে। একই সঙ্গে তাদের বিনোদনের জন্যও নানান ব্যবস্থা থাকবে বলে জানা গেছে। নন্দলোক তালুকের হনুমন্তেশ্বর এলাকায় তৈরি হবে এই বৃদ্ধাশ্রম। তার জন্য অর্থ সংগ্রহে নেমেছেন গুজরাটের এই সমকামী রাজা।