জানেন আপনার চোখের মেগাপিক্সেল কত?
কলকাতা টাইমস :
এখন তো দিনে রাতে শুধুই ক্লিক..ক্লিক। নিজের ছবি তোলার নেশায় বুদ্ গোটা পৃথিবী। অবশ্য তার জন্য মোবাইল ক্যামেরার মেগাপিক্সেল বেশি না হলেই নয়। মোবাইল, কম্পিউটার কিংবা বিভিন্ন এইডি ক্যামেরার যুগে মেগাপিক্সেল খুবই পরিচিত একটি শব্দ। কিন্তু জানেন কি আমাদের চোখেও আছে মেগাপিক্সেল।
আরও পড়ুন : ভুতুড়ে জ্বালায় দিনের বেলাতেও নিজেদের শরীর লুকিয়ে রাখে এই শহর
অধিকাংশ মানুষই তা ভেবে দেখেনি। আসলে মানুষের চোখের মেগাপিক্সেল হলো কমবেশি ৫৭৬ মেগা পিক্সেল! নিশ্চয় অবাক হয়েছেন। অবাক হবার কিছুই নেই- ঈশ্বরের সৃষ্ট এই পৃথিবীতে মানুষই তো শ্রেষ্ঠ সৃষ্টি।