May 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা শারীরিক

দেশ ছাড়ছেন ভেনেজুয়েলার গর্ভবতী মহিলারা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

র্ভকালীন পরিচর্যার অভাব, ওষুধ, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতির কারণে ভেনেজুয়েলার গর্ভবতী মহিলারা সন্তানের জন্ম দিতে সীমান্ত পেরিয়ে ব্রাজিলে যাচ্ছেন। জানা গেছে, সেখানে প্রতিদিন জন্ম নিচ্ছে ভেনেজুয়েলার তিনজন করে শিশু।

দেশ ছেড়ে যাওয়া ভেনেজুয়েলীয় মহিলাদের মধ্যে একজন মারিয়া তেরেসা লোপেজ। ব্রাজিলের হাসপাতালে গত সোমবার রাতেই জন্ম নিয়েছে তার সন্তান। লোপেজ বলেন, “আমি দেশে থেকে গেলে আমার সন্তান মারা যেত। কারণ, সেখানে না আছে কোনো খাবার, না ওষুধ আর না কোনও চিকিৎসক।”

লোপেজ ৫ মাস আগে ব্রাজিল সীমান্তে পৌঁছেছিলেন। ভেনেজুয়েলার অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে পালিয়ে যাওয়া হাজারো মানুষের মত তিনিও দেশ ছাড়েন। ভেনেজুয়েলায় বর্তমানে চরম মুদ্রাস্ফীতি, খাবার এবং ওষুধের সঙ্কট চলছে। অনেকেই সেখানে অনাহারে রয়েছে এবং অর্থনৈতিক নিশ্চয়তার খোঁজে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে।

দেশটিতে খাদ্যসঙ্কট এত চরম আকার ধারণ করেছে যে সেখানে অনেক পরিবারই আবর্জনা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। ভেনেজুয়েলাবাসীরা অনেকেই দেশ ছেড়ে ইকুয়েডরে যাচ্ছে এবং ব্রাজিলের শরণার্থী শিবিরেও আশ্রয় নিচ্ছে। গত বছর ব্রাজিলের বোয়া ভিস্তা হাসপাতালে জন্ম নেওয়া ভেনেজুয়েলার শিশুর সংখ্যা ছিল ৫৬৬, এই বছর প্রথমার্ধে সেটা বেড়ে ৫৭১ হয়েছে। ব্রাজিলের রোরাইমা স্বাস্থ্য দপ্তর এই তথ্য জানিয়েছে।

কিন্তু রোরাইমা রাজ্যে গর্ভবতী মায়েদের জন্য একটি মাত্র হাসপাতাল থাকায় সেখানে রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে সাস্থ দপ্তর। রোরাইমার স্বাস্থ্য সুরক্ষা আধিকারিক ডানিয়েলা সুজা জানাচ্ছেন, “প্রতিদিন সীমান্ত পেরিয়ে শতাধিক মানুষ আসছে। তাদের মধ্যে বহু মহিলা ও শিশুর চিকিৎসা পরিষেবা প্রয়োজন।”

 

Related Posts

Leave a Reply