শচীনের বিরুদ্ধে নোংরা ইঙ্গিত করলেন বিতর্কিত অভিনেত্রী শ্রী রেড্ডি!
কলকাতা টাইমসঃ
চার্মি কাউর। দক্ষিণী সিনেমায় তাঁকে বলা হয় ‘বম্বশেল’। শরীরি লাস্যে অনেক অভিনেত্রীকে টক্কর দিতে পারেন তিনি। সেই চার্মি-ই এবার নাকি রোম্যান্স করছেন ভারতের ক্রিকেট ইশ্বর শচীন টেন্ডুলকারের সঙ্গে। এমনই বিস্ফোরক দাবি করলেন দক্ষিণের অন্য এক অভিনেত্রী শ্রী রেড্ডি।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসেই শ্রী রেড্ডি সংবাদের শিরোনামে পৌঁছেছিলেন সিনেমার কাস্টিং কাউচের বিরুদ্ধে প্রতিবাদ করে। প্রকাশ্যে নিজের ঊর্ধাঙ্গ উন্মুক্ত করেছিলেন। এবার আরও বড়সড় কারণে প্রচারের স্পটলাইটে তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শ্রী রেড্ডি লিখে দেন, ‘‘শচীন টেন্ডুলকার নামের এক রোম্যান্টিক পুরুষ যখন হায়দরাবাদে এসেছিলেন, তখন চার্মিং গার্লের সঙ্গে রোম্যান্স করেছিলেন। মিডল ম্যান ছিলেন হাইপ্রোফাইল চামুণ্ডেশ্বর স্বামী। গ্রেটেস্ট ব্যক্তিরা ভাল খেলতে পারেন। রোম্যান্সও ভাল করতে পারেন?’’
নিজের পোস্টে তিনি সরাসরি সেই নারীর নাম উল্লেখ না করলেও প্রচারমাধ্যমের ধারণা তিনি চার্মি কউরের নাম করেছেন। তবে এমন বিধ্বংসী পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। ক্রিকেটের কিংবদন্তিকে নিয়ে ‘ভুয়া’ পোস্ট করার পরেই তাঁকে ব্যাপকভাবে ট্রোলড হতে হয়। সমালোচনায় বিদ্ধ হতে হয় শ্রী রেড্ডিকে।
তবে শচীনই প্রথম সেলেব নয়। এর আগে রানা দাগ্গুবাতির ভাই অভিরামের বিরুদ্ধেও ভয়ঙ্কর অভিযোগ এনেছিলেন শ্রী। তেলুগু টিভিতে সাক্ষাৎকারে পবন কল্যাণকেও গালিগালাজ করেছিলেন। তাঁর সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছিল অভিনেতা নানিকেও। তবে এবার স্বয়ং শচীন? কোথাকার জল কোথায় গড়ায়, সেটাই এখন দেখার।