পূর্ত দপ্তরের ঘাড়ে দায় চাপিয়ে মাঝেরহাট উড়ালপুল ভেঙে ফেলার নির্দেশ দিলেন মমতা
কলকাতা টাইমসঃ
মাঝেরহাট উড়ালপুল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। সেতুটি ভেঙে ফেলার জন্য আজ শুক্রবার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি এদিন জানান, এই দুর্ঘটনার পেছনে পূর্ত দপ্তরের যথেষ্ট দায় রয়েছে। পাশাপাশি মেট্রোর কাজ হওয়ার কারণে যে ভাইব্রেশন হচ্ছিল, তাতেও সেতুর ক্ষতি হয়ে থাকতে পারে। এ ব্যাপারে আরো তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর বিকেলে আচমকাই ভেঙে পড়ে দক্ষিণ কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুটি। দুর্ঘটনায় মৃত্যু হয় ৩ জনের। আহত হন ২৫ জন।
পাশাপাশি কলকাতার বিভিন্ন অঞ্চলের সঙ্গে সংযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে এর ফলে। এখন ঠিক হয়েছে মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি হবে নতুন সেতু। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এক বছরের মধ্যে নতুন সেতু তৈরি করা হবে। অন্য দিকে, পূর্ত দপ্তরের যে ইঞ্জিনিয়ররা মাঝেরহাট সেতু দেখভালের দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।