দল থেকে বহিস্কার করা হলো তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে !
কলকাতা টাইমসঃ
তিউনিসিয়ার ক্ষমতাসীন দল নিদা তুনস পার্টি তাদের দল থেকে সেদেশের প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদের সদস্যপদ বাতিল করে দিলো। গত মে মাসে দেওয়া এক বক্তব্যের জেরে তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলে খবর পাওয়া যাচ্ছে। ওই সময় ইউসেফ চাহেদ বলেছিলেন, প্রেসিডেন্ট পুত্র ও নিদা তুনস পার্টির নেতা হাফেদ চেইদ এসেবসি দলটিকে ধ্বংস করেছেন এবং দলের অভ্যন্তরীণ সংকট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও নেতিবাচক প্রভাব ফেলছে।
শুক্রবার নিদা তুনস পার্টির তরফে এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাফেদ চেইদ এসেবসি বলেছেন, দলের অভ্যন্তরীণ সংকট নয়, প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদের নেত্বত্বাধীন সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই অর্থনীতির পুনরুজ্জীবীকরণ সম্ভব হয়নি।