November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

অবমাননাকর মন্তব্যের জেরে সংবাদপত্র বন্ধের নির্দেশ ইরানে!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

শিয়া মুসলিমদের অবমাননাকর মন্তব্যের জেরে ইরানের একটি সংবাদপত্র বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলো সেদেশের সর্বোচ্চ আদালত। জানা গেছে, গত বৃহস্পতিবার ইরানের ‘সিদায়েহ ইসলাহাত’ পত্রিকার একটি প্রতিবেদনের শিরোনাম করা হয়, ‘রুকাইয়া ২২ বছর পর হয়ে গেল মেহেদি’। তার পর থেকেই দেশজুড়ে ওই সংবাদপত্রের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।

প্রতিবেদনটি এমন এক সময়ে করা হয়, যখন মহররম উপলক্ষ্যে শিয়া মুসলিমরা ইমাম হুসাইনের মৃত্যু শোক পালন করছে। আর সেই সময়ে তাদের ধর্মীয় একজন নেতার পরিবারের সদস্যকে নিয়ে কটূক্তি করা হয়। জানা গেছে, ওই পত্রিকার সম্পাদককে আদালত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে,দ্রুত সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ করে দিতে হবে।

যদিও অ্যাক্টিভিস্টরা এই ধরনের সিদ্ধান্তের সমালোচনা করছেন। তারা বলছেন, চলতি বছরের আগস্টে আটজন সাংবাদিককে কারাদণ্ডের নির্দেশ দেয় সে দেশের আদালত। এই ধরনের শাস্তি সাংবাদিকদের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় বলেও মনে করছেন তারা।

 

Related Posts

Leave a Reply