ট্রাম্প ঘনিষ্ট বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ
কলকাতা টাইমসঃ
মার্কিন সুপ্রিম করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিচারপতিকে মনোনয়ন দিয়েছেন তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলো। মনোনয়ন পাওয়া ওই বিচারপতির নাম ব্রেট কাভানাফ (৫৩)। ওয়াশিংটন পোস্টের কাছে এক মহিলা ব্রেটের বিরুদ্ধে ২৭ বছর আগের যৌন হয়রানির অভিযোগ এনেছেন। ক্রিস্টিন ব্লাসি ফোর্ড নামের ওই মহিলা ক্যালিফোর্নিয়ার পালো আল্টো বিশ্ববিদ্যালয়ে সাইকোলজির অধ্যাপক।
রবিবার ওই মহিলা জানান, ১৯৮০ সালে উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ার সময় তিনি কাভানাফ ও তার সহপাঠী মার্ক জাজের হাতে হয়রানির শিকার হয়েছিলেন। কাভানাফ ও মার্ক জাজ একটি পার্টি চলার সময় একটি ঘরে নিয়ে গিয়ে তাকে হেনস্থা করেন। ওই সময় দু’জনেই মদ্যপ ছিলেন। তাকে ধাক্কা দিয়ে একটি রুমে নিয়ে যাওয়া হয় এবং বিছানায় ফেলা হয়। সেখানে খুব জোরে গান বাজছিল। সাহায্যের জন্য চিৎকার করলে কাভানাফ হাত দিয়ে তার মুখ চেপে ধরেন। ঘটনার সময় ওই কক্ষেই উপস্থিত ছিলেন মার্ক জাজ। তারা দু’জনই পাগলের মতো হাসছিলেন।