ক্যাকটাসের দাম তিন লাখ টাকা
কলকাতা টাইমস :
মরুভূমির ক্যাকটাস সবুজ এই গাছটায় কাঁটা থাকলেও এর রয়েছে অন্য রকম সৌন্দর্য৷ দৃষ্টিনন্দন এই ক্যাকটাস শহুরেদের কাছে ঘরের গাছ হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
সৌন্দর্য পিপাসুরা সখ করে বাড়িতে বিভিন্ন ফল ফুলের গাছ লাগিয়ে থাকেন। শুধু ফুল ফলের গাছ নয় অনেকে ওষধি গাছ, বাহারি নান্দনিক গাছও লাগান। কত জনের কত রকমই না শখ থাকে। অনেকে পাখি পালনও করেন। তবে শখ পূরণ করতে কেউ খরচের দিকে তাকায় না। কথায় আছে- শখের মূল্য লাখেও মেলে না।
মাসব্যাপী শুরু হওয়া বৃক্ষ মেলায় এসেছে বহু প্রজাতির ক্যাকটাস। তবে একটি ক্যাকটাসের মূল্য যদি হয় তিন লাখ টাকা তো চোখ ছানাবড়া হবার কথা। এমনি একটি ক্যাকটাস বৃক্ষ মেলায় আনা হয়েছে। তার দাম লেখা হয়েছে তিন লাখ টাকা।
বিশাল আকৃতির এ ক্যাকটাসের সঙ্গে দর্শনার্থীরা এসে সেলফি তুলছেন না এমন লোক কমই পাওয়া যাবে। তবে বড় যতই হোক মূল্য লেখা দেখে সবাই অবাক বনে যাচ্ছেন।