আগামী বছরের আইপিএল দক্ষিণ আফ্রিকায়!
কলকাতা টাইমসঃ
আগামী বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু করা নিয়ে তৈরী হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। তবে ভারতে যে আইপিএল হচ্ছেনা তা, একপ্রকার নিশ্চিৎ। এখনও চূড়ান্ত হয়নি ভেন্যু। তবে, বিসিসিআই চায় বিশ্বকাপ শুরুর ১৫ দিন আগেই আইপিএলের ১১ তম আসর শেষ করতে।
সামনের বছরের শুরুতেই ভারতের জাতীয় নির্বাচন। সঙ্গে বিশ্বকাপও শুরু হচ্ছে মে-মাসের শেষের দিকে। তাই দোটনায় পড়ে গেছে ভারতও। বিশ্বকাপ-নির্বাচন সংঘর্ষে ভারতে আপাতত এ আসর করতে চায় না ভারত। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে পারে ১১ তম আইপিএলের আসর। এর আগে আইপিএলের দ্বিতীয় আসরটি (২০০৯) এখানেই আয়োজন করেছিল ভারত।
এই নিয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজিগুলোকে ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে রেখেছে। সূত্র বলছে, পরের বছরে মার্চের তৃতীয় সপ্তাহে আইপিএলের পরের আসরটি আয়োজন করতে চায় ভারত। সেটা দক্ষিণ আফ্রিকাতেই। কেননা এই জোনে বিভিন্ন দেশের প্রচুর ক্রিকেটারও দলগুলোতে খেলে থাকে।