September 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

কারণে-অকারণে ছোট্ট সোনা মাথা ঠোকে, হতে পারে মারাত্মক 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

শিশুর অনেক আচরণ দেখে মা বাবা ও চিকিৎসক অনেক সময় অনুমান করে থাকেন যে শিশুর কোনো একটি সমস্যায় ভুগছে। শিশুদের মাঝে যেসব মানসিক সমস্যাগুলো বড় হবার সাথে সাথে দেখা যায় তাদের মধ্যে অন্যতম হলো মাথা ঠোকা। কারণে অকারণে অনেক সময় এই অভ্যাস শিশুর মধ্যে দেখা যেতে পারে। এই সমস্যা সাধারণত শিশুর ১৮ মাস বয়স থেকে ২৪ মাসের মধ্যে দেখা যায়। চলুন জেনে নেওয়া যাক এই সমস্যার কারণ এবং প্রতিকার।

আরও পড়ুন :  নিয়ম মেনে না খেলে বিফলে জলের গুন্ 

মাথা ঠোকার কারণসমূহ:

যেসব সম্ভাব্য কারণে শিশুর মাথা ঠোকার অভ্যাস হতে পারে সেগুলো হলো,

নিজের শারীরিক ও মানসিক সমস্যা বা অস্বস্তি থেকে শিশুর মাথা ঠোকার অভ্যাস হতে পারে।

মাথা ব্যাথা কিংবা অন্য কোনো ব্যাথার কারণে শিশু সহ্য না করতে পেরে এমন করতে পারে।

অনেক সময় মানসিক হতাশা, কোনো কিছু না পাওয়া ইত্যাদি থেকে এই সমস্যা হয়।

শিশু যদি মনে করে সে তার পরিবার বা আপনজনদের কাছে যথেষ্ঠ গুরুত্ব পাচ্ছে না তবে সে এমন করতে পারে। 

এইসব সমস্যার কারণে শিশু মাথা ঠোকার অভ্যাস হতে পারে। কিন্তু সময়মতো যদি এর ব্যবস্থা না নেওয়া যায় তবে তা অন্য মানসিক সমস্যায় রূপ নিতে পারে। এক্ষেত্রে কিভাবে আপনি আপনার 

শিশুকে সাহায্য করুন:

শিশুকে যথেষ্ঠ গুরুত্ব দিতে চেষ্টা করুন। সে যেনো মনে না করে যে তাকে পরিবারে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছেনা। শিশুর মতামত, ইচ্ছা এসব বিষয়ে গুরুত্ব দিন। 

শিশুকে কোনো বিষয়ে যতটা সম্ভব সান্তনা দেওয়ার চেষ্টা করুন। কোনো বিষয়ে সে যাতে হতাশ বা মন খারাপ অনুভব না করে সেদিকে খেয়া রাখুন। সবসময় শিশুর সাথে সহযোগীতার মনোভাব পোষন করুন। 

অনেক সময় অটিজমে আক্রান্ত শিশুরা এইরকম করতে পারে। আপনার সন্তান অটিজমে আক্রান্ত কিনা তা জানতে চেষ্ঠা করুন। 

শিশুর মানসিক সমস্যা বেশি মনে হলে অবশ্যই মনোচিকিৎসকের পরামর্শ নিন।

শিশুর সাথে বেশি বেশি করে সময় কাটান। 

Related Posts

Leave a Reply