January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

কুখ্যাত অপরাধীর প্রেমে হাবুডুবু মহিলা পুলিশ, খোয়ালেন চাকরি 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ কুখ্যাত অপরাধীর প্রেমে পরলেন এক মহিলা পুলিশ কনস্টেবল। ঘটনাটি বিহারের ভাগলপুর পুলিশ স্টেশনের৷ আর সেই কারণে চাকরি গেল ওই কনস্টেবলের৷ জানা যায়, গত বছর প্রীতি কুমারি সিতামারী মহিলা পুলিশ স্টেশনে চাকরিতে নিযুক্তি হন৷ সেখানেই তিনি প্রণয়ে জড়ান এলাকার কুখ্যাত অপরাধী মিঠু শাহের সঙ্গে৷ জেলার মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকার উপরের দিকে নাম রয়েছে মিঠু শাহের৷ প্রেমিক যুগল সকলের নজর এড়িয়ে চুপিচুপি দেখা করত সিতামারী পুলিশ লাইনে৷ এখানেই থাকতেন প্রীতি৷ জানা গেছে, প্রীতি মিঠু শাহের জীবনধারণের পদ্ধতি দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পরেন৷

দু’জনে একে অপরের প্রেমে এতটাই হাবডুবু খেতে শুরু করে যে শেষমেশ লুকিয়ে একটি মন্দিরে বিয়েও সেরে ফেলেন তারা।  এরপরই জানাজানি হয়ে যায় লুকোনো প্রেম৷ মহিলা কনস্টেবল প্রীতি কুমারীর জন্য বিষয়টি শুখকর ছিল না৷ সিতামারী পুলিশ স্টেশনেরই সুপারিটেন্ডেন্ট অফ পুলিশ হরি প্রসাদের কানে যায় পুরো বিষয়টি৷ তিনি বিষয়টির তদন্তের নির্দেশ দেন৷ তাতে প্রীতি দোষী প্রমাণিত হয়৷ এরপরই ওই কনস্টেবলকে জবাবদিহি করতে বলা হয়৷ সঠিক জবাব দিতে না পারায় ডিপার্টমেন্ট তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়৷

 

Related Posts

Leave a Reply