ফুটবল কে অপমান করলো মেসি-রোনাল্ডো! বিশ্বজুড়ে নিন্দার ঝড়
কলকাতা টাইমসঃ
গত দশ বছর রাজত্য করছে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। কিন্তু দু’জনেই এবার যাননি ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে। কিন্তু কেন? পুরস্কার না পেলে কি আসা যায় না? হারের হতাশায় কি এমন করলেন? মেসি-রোনাল্ডোর অনুপস্থিতি নিয়ে মুখ খুলেছেন এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লুকা মদ্রিচ।
তবে বিতর্ক উসকে দিতে চাননি তিনি। মদ্রিচ, ‘প্রত্যেকের নিজস্ব কারণ থাকে অনুপস্থিত থাকার। হ্যাঁ, মেসি, রোনাল্ডো হাজির থাকলে দারুণ হত। কিন্তু তারা ছিল না। কী আর করব?’ রিয়াল মাদ্রিদের প্রাক্তন সতীর্থ রোনাল্ডো কি তাকে কোনও বার্তা পাঠিয়েছেন? মদ্রিচ বলেন, ‘না। উয়েফার পুরস্কার পাওয়ার দিন ও আমাকে এসএমএস করেছিল। কিন্তু তারপর আর কথা হয়নি। হয়ত পরে মেসেজ পাঠাবে।’
মদ্রিচ বিষয়টা নিয়ে জলঘোলা করতে না চাইলেও, অনুষ্ঠানে মেসি-রোনাল্ডোর অনুপস্থিতি ভালভাবে নিতে পারেননি ফাবিও কাপেলো, দিয়েগো ফরলান, দাভর সুকেররা। কাপেলো বলেছেন, ‘মেসি-রোনাল্ডোদের অনুপস্থিতি নিয়ে জানতে চাইছেন? আমি তো বলব, তারা অসম্মান করেছে। প্লেয়ারদের, ফিফাকে এবং বিশ্ব ফুটবলকে। এমনও হতে পারে, তারা বড্ড বেশি জিতে ফেলেছে।’
উরুগুয়ের প্রাক্তন তারকা ফরলানের কথায়, ‘ব্যাপারটা মোটেই ভাল নয়। মেসি তো গতবারও পুরস্কার জেতেনি। তাও হাজির ছিল। রোনাল্ডো যদি হেরে যাওয়ার কারণে না এসে থাকে তা হলে বলব, খুব খারাপ। এই অনুষ্ঠান তো সব ফুটবলারদের জন্য। তাই সবার হাজির থাকা জরুরি।’ দাভর সুকেরের কথায়, ‘জিতলেও ভদ্র থাকাটা যেমন দরকার, হারলেও তাই।’