ভারতে চিৎসা চলাকালীন মৃত্যু হলো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লম্বা ব্যক্তির
কলকাতা টাইমসঃ
বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় ছিলেন সাবাহ জব্বার হাদি। ইরাকের সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে তিনি বিশ্ববাসীর কাছে পরিচিত ছিলেন। গত মঙ্গলবার ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জব্বার হাদি। ৩৩ বছর বয়সী হাদির উচ্চতা ছিল ৭.৯৪ ফুট। অতিরিক্ত লম্বা হওয়ার কারণে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
জব্বার হাদি হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যাতেও ভুগছিলেন। এক সাক্ষাৎকারে বাড়তি উচ্চতার কারণে তিনি বিয়েও করতে পারেননি বলে দাবি করেছিলেন। উচ্চতার কারণে সব মেয়েই তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছিলেন তিনি। ইরাকের আল-দিওয়ানিয়াহতে তিনি ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন। জন্মের পর থেকেই তিনি লম্বা হতে থাকেন। তার লম্বা হওয়া আর থামেনি। এতে নানা শারীরিক সমস্যাও হতে থাকে তার।
বিশ্বে তার চেয়ে লম্বা ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তুরস্কের সুলতান কোসেন। তিনি জব্বার হাদির চেয়ে প্রায় দেড় ইঞ্চি লম্বা। সম্প্রতি থাইরয়েড সার্জারির জন্য ভারতে এসেছিলেন জব্বার হাদি। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাককে দায়ী করছেন চিকিৎসকরা।