November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভেনেজুয়েলায় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তিনি সেদেশের বামপন্থী শাসকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ারও অঙ্গীকার করেছেন।

ভেনেজুয়েলা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে এর তীব্র নিন্দা জানায় এবং একে ‘সামরিক অভ্যুত্থানের’ উস্কানি হিসেবে উল্লেখ করে। ট্রাম্পের এই হুমকি এমন এক সময় এলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলার স্বৈরশাসক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর বিভিন্নভাবে চাপ বাড়িয়ে চলছে। সেখানে চলতে থাকা তীব্র অর্থনৈতিক সংকটের কারণে দেশের ২০ লাখ মানুষ আশপাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

ট্রাম্প নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, ‘ভেনেজুয়েলায় যা হচ্ছে তা এক কথায় লজ্জাজনক।জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে থাকা ট্রাম্প আরো বলেন, ‘আমি চাই ভেনেজুয়েলা চলমান সংকট থেকে বেরিয়ে আসুক। আমি ভেনেজুয়েলার মানুষকে নিরাপদ দেখতে চাই। আমরা ভেনেজুয়েলাকে রক্ষা করতে চাচ্ছি।

তিনি বলেন, এক্ষেত্রে কঠোর পদক্ষেপের কথাই বিবেচনা করা হচ্ছে। এদিকে সাধারণ পরিষদে বক্তব্য রাখার সময় মাদুরো গত ৪ আগস্ট কারাকাসে সামরিক কুঁচকাওয়াজে ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটানোর জন্য আরো একবার আমেরিকার বিরুদ্ধে অভিযোগ করেন। মাদুরো বলেন, মতবিরোধ সত্ত্বেও আমি ট্রাম্পের প্রতি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে এবং তার সাথে বৈঠক করতে চাই।

এর আগে ট্রাম্পও মাদুরোর সঙ্গে বৈঠকের ইচ্ছের কথা জানিয়েছিলেন। এদিকে আর্জেন্টিনা, কানাডা, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ে ও পেরু এই ছয়টি দেশ মাদুরোর স্বৈরাচারী শাসনের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আহ্বান জানায়।

Related Posts

Leave a Reply